ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতকে ঘিরে সম্প্রতি আলোচনা বেশ তুঙ্গে। একের পর এক ছবি, রহস্যময় ক্যাপশন আর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়ার ভিড়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
সাম্প্রতিক সময়ে মিষ্টি জান্নাত তার ফেসবুকে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে শাকিবকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে, আর পাশে মিষ্টি। ছবির ক্যাপশনে লেখা ছিল: “ভালো থাকবেন। প্রথম আমি।” সঙ্গে ছিল তিনটি লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন। এই ছোট্ট বার্তাই জন্ম দিয়েছে বড় ধরনের গুঞ্জনের।
এর আগেও ২ জুলাই মিষ্টি শেয়ার করেছিলেন আরেকটি ছবি। ক্যাপশন ছিল: “সেই ১ম বার”—সঙ্গেও ছিল হার্ট ইমোজি। এরও আগে, ২ জুন বিমানে তোলা শাকিব-মিষ্টির দুটি সেলফি ভাইরাল হয়। ক্যাপশনে লেখা ছিল: “লাভ লাভ”।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টগুলো ঘিরে অনেকে ধরে নিয়েছেন, দুজনের মাঝে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ আরও একধাপ এগিয়ে ধারণা করছেন, শাকিব খানের গুঞ্জিত পাত্রী মিষ্টিই হতে পারেন!
তবে এই বিষয়ে এখনো শাকিব বা মিষ্টি কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বরং মিষ্টি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি একজন ২৭ বছরের স্বাধীন নারী। আমার ইচ্ছা হলে আমি কারও সঙ্গেই ছবি তুলতে পারি। শাকিব খান একজন সুপারস্টার, তার সঙ্গে ছবি তোলায় সমস্যা কোথায়?”
প্রসঙ্গত, শাকিব খানের ব্যক্তিগত জীবন আগেও বিতর্কে এসেছে—অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনা হয়। এবার আলোচনার কেন্দ্রে মিষ্টি জান্নাত। যদিও এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে নেটদুনিয়ার আগ্রহে বিষয়টি ঢাকাই চলচ্চিত্রপাড়ার অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি সত্যিই কোনো নতুন সম্পর্কের শুরু—তার উত্তর সময়ই দেবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ