ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে গেছেন। প্রতিনিধি দলটি ধানসাগর ইউনিয়নের রাজাপুরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা মা ও ভূক্তভোগী রোগীদের সাথে কথা বলে স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,সরকারের স্বাস্থ্য সম্পর্কিত এসডিজি (এসডিজি-৩) এর মধ্যবর্তী মূল্যায়ন কাজ দেখতে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডবিøউ এইচ ও) এর মনিটরিং টীমের আহবায়ক স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব (পরিকল্পনা) শাহ ইমাম আলী রেজার নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তারা হাসপাতালের জরাজীর্ন অবস্থা পর্যবেক্ষণ করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের অফিস কক্ষে হাসপাতালের দুরবস্থা নিয়ে আলোচনায় বসেন। এ সময় সেখানে প্রতিনিধি দলের সাথে হাসপাতালের সমস্যা নিয়ে কথা বলেন, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী। মনিটরিং টীমের আহবায়ক স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব (পরিকল্পনা) শাহ ইমাম আলী রেজা বলেন,শরণখোলা হাসপাতালে একটি নতুন ভবন নির্মাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হবে।
পরে প্রতিনিধিদল সদস্যরা ধানসাগর ইউনিয়নের রাজাপুরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা মা ও ভূক্তভোগী রোগীদের সাথে কথা বলে স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব (স্বাস্থ্য-৪) মোঃ রফিকুল ইসলাম সেলিম, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (বিশ্বস্বাস্থ্য-১) মোঃ আব্দুল আজিজ,স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (প্রশাসন) ডাঃ মুহাম্মদ শওকত হোসেন খান, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৬) মিজ মনিরা পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ সেকান্দার আলী মোল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তৌফিক হাসান শাওন।#
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ