"স্টাফ রিপোর্টার "
আজ বুধবার (২ জুলাই) শরণখোলা উপজেলার রায়েন্দা (খাদ্য গুদাম) এলএসডিতে সংরক্ষিত খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্যাদির উপজেলা প্রশাসনের বার্ষিক সমাপনী মজুদ পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ । এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব ধ্রুব মন্ডল ও রায়েন্দা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। সংরক্ষিত খাদ্যশস্য নিয়মিত হালনাগাদ রাখতে উপস্থিত কর্মকর্তাবৃন্দকে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন,খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্যশস্য সংরক্ষণের পরিবেশ সন্তোষজনক মনে হয়েছে। পর্যবেক্ষণের সময় রায়েন্দা খাদ্য গুদামে ১৯৫টন ১১০কেজি চাল, দুই টন ৮১১কেজি গম মজুদ পাওয়া গেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ