ক্যাপশন: শরণখোলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কৃষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিশাল
পদ্মগোখরা।
মহিদুল ইসলাম:
শরণখোলার দক্ষিণ তাফালবাড়ী গ্রাম থেকে বিশাল এক পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। শুক্রবার
(১১জুলাই) বিকেলে ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা কৃষক মনিদ্র খলিফার বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন।
৬ফুট লম্বা এবং তিন কেজি ওজনের গোখরা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, বিষধর পদ্মগোখরা সাপটি কৃষক
মনিদ্র খলিফার পুকুর পাড়ের বেড়ার জালে আটকে ছিলো। এই সাপ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কারণে স্থানীয়
অভিজ্ঞ সাপুড়ে শামছু মিয়ার সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সাপুড়ে শামছু মিয়া বলেন, আমি প্রায় ২০ বছর ধরে সাপ ধরছি। হাজারেরও বেশি বিষধর গোখরা সাপ ধরেছি,
কিন্তু এতো বড় গোখরা এর আগে ধরেছি বলে মনে পড়ে না।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, এতো বড় পদ্মগোখরা
সচরাচর দেখা যায় না। ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা সাপটি ধরে স্টেশন অফিসে নিয়ে আসার পর বিকেল
সাড়ে পাঁচটার দিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। ##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ