মোঃ আনোয়ার হোসেন :
শরণখোলার তাফালবাড়িতে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
শনিবার (২১ আগস্ট) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম দুলাল, প্রভাষক আ. মালেক রেজা, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,যুবদল নেতা মোঃ আবুল হোসেন বয়াতি,মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বকুলতলা একাদশ বনাম তাফালবাড়ি একাদশ। খেলাটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম সুমন। প্রথমার্ধে বকুলতলা একাদশ ১–০ গোলে এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ে ১–১ গোলে সমতা হয়। পরে ট্রাইব্রেকারেও ৫–৫ সমতায় শেষ হয় ম্যাচটি। ফলে আগামীকাল পুনরায় ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে।
খেলার মাঠে বিপুল দর্শকের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে জমে ওঠে উদ্বোধনী দিনের ম্যাচ।
---
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ