ষ্টাফ রিপোর্টার:
শরণখোলায় আনেয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাস ও শিক্ষক কোয়ার্টার দখলের অপচেষ্টাসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন মানিক বলেন, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি এক সহকারী শিক্ষকসহ বিদ্যালয় থেকে বের হওয়ার সময় রাজৈর গ্রামের মোশারফ হোসেন হাওলাদার এর ছেলে ভূমিদস্যু শফিকুল ইসলাম রাসেল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে গুরুতর আহত করা হয়। অথচ অভিযুক্ত মো. শফিকুল ইসলাম রাসেল উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন বলে দাবি করেন তিনি।
প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভূমিদস্যু চক্র বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা-মোকদ্দমার মাধ্যমে জমি দখলেরও চেষ্টা করেছে তারা। সম্প্রতি আদালত থেকে বিদ্যালয়ের পক্ষে রায় আসার পরও তারা বিরত হয়নি। বরং পুনরায় হামলা চালিয়ে শিক্ষক ও প্রায় এক ডজন শিক্ষার্থীকে আহত করেছে।
তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নইলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ