ষ্টাফ রিপোর্টার:
শরণখোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বানে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী রায়েন্দা সার্বজনীন শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি.এফ.জি)।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি এম্বাসেডর ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন লিটন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশিষ কুমার দাস, পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রায়েন্দা বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস ভৌমিক, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল তালুকদার, জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ওবায়দুল হক, রায়েন্দা ইউনিয়ন আমির মোঃ নুরুজ্জামান মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় বিভাজন নয়, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ইমাম, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ