"স্টাফ রিপোর্টার "
শরণখোলা উপজেলায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিয়াদ হাওলাদার (১৬) নামে এক কিশোর ।
নিহত জিয়াদ হাওলাদার উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ বিকেলে নিজের ভ্যান গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী তাফালবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়ি উল্টে পড়ে গিয়ে ভ্যানটির চাকা জিয়াদের গলায় গলায় উঠে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ বলেন , ভ্যানের চাকার প্রচণ্ড চাপে শ্বাসনালী থেঁতলে যাওয়ায় জিয়াদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পরেই তার মৃত্যু ঘটে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনায় কিশোর নিহতের খবর পেয়ে শরণখোলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত ব খবর নেয়া হচ্ছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার ওসি জানিয়েছেন। #
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ