।।মোঃ আনোয়ার হোসেন।।
শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে দিবসটি উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলী। এনজিও রুপান্তর ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম শরণখোলা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিটন। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাবেরা ঝর্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আসমা আক্তার ও নবী হোসেন প্রমূখ।
বাংলাদেশ হেলথ ওয়াচের অর্থায়নে বিশ্ব জনসংখ্যা দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি র্যালী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ