ছবির ক্যাপশনঃ
শরণখোলাঃ শরণখোলায় শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়।
ষ্টাফ রিপোর্টার
শরণখোলায় শনিবার দিনব্যপী স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির উপর সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
শনিবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা মিলানয়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সেমিনারে মুল বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা রিফাজ উদ্দিন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, উপজেলা ভেটিরিনারী সার্জন আল মামুন জুয়েল প্রমূখ। দিনব্যপী সেমিনারে শিক্ষক, সাংবাদিক ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারের মিলনায়তনে উপজেলা কৃষি অফিস, পশু সম্পদ অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক প্রদর্শনীর স্টল স্থাপন করে।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ