স্টাফ রিপোর্টার
শরণখোলায় আজ বুধবার প্রাথমিক শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টি টি এন্ড ডিসি সরকারের প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২ জুলাই) বেলা দুই টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সবাই অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়, পুষ্পজিত মন্ডল, বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুক্তা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শরণখোলা উপজেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেন, শিক্ষক জুয়েল মির,শিক্ষক ফরিদ আহমেদ, মিজানুর রহমান ও ছদরুল হাসান প্রমুখ। শিক্ষকদের এ মাসিক সভায় শরণখোলা উপজেলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ