কবির হোসেন কিবরিয়া:
পি আর পদ্ধতি বাস্তবায়নের দাবীতে শরণখোলায় জামায়াত ও ইসলামী আন্দোলন পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে।
জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিলের অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শরণখোলা উপজেলা জামায়াতের উদ্যোগে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত ) ডাক্তার ফজলুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট ৪ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওবায়দুল হক সেলিম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ছরোয়ার হোসাইন বাদল, উপজেলা জামায়াতের যুব বিভাগীয় সম্পাদক মাওলানা ডাঃ মোঃ অলিয়ার রহমান। বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবীকে গণদাবি আখ্যায়িত করে তা জনগণের সামনে তুলে ধরেন এবং এই দাবি সমূহ মেনে নিয়ে পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি সমূহ না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা ।
জামায়াতের দাবীগুলো হলো- (১)জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; (২)আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা;(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা;(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা (৫)স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ৫ দফা দাবী আদায় সহ নির্বাচনী কার্যক্রমে সকল নেতা ,কর্মী ,সুধী ,শুভাকাঙ্ক্ষীদের মাঠে ময়দানে এখন থেকে কাজ করতে হবে।
একই দাবীতে শরণখোলা উপজেলা ইসলামী আন্দোলন আজ বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে। রায়েন্দা বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় আল আরাফা ব্যাংক চত্বরে সমাবেশে অংশগ্রহণ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সভাপতি মাস্টার রুহুল আমিন সরদার, সেক্রেটারি মাওলানা মুসা সাইফি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ