দীর্ঘদিনের ব্যাটিং দুরবস্থা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল টাইগাররা। দাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ৮৩ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে হলেও পথ দেখান অধিনায়ক লিটন দাস। ৭ রানে দুই ওপেনার ফিরে গেলে লিটন তাওহীদ হৃদয় ও পরে শামীম হোসেনের সঙ্গে দুইটি কার্যকরী জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। ৫০ বলের ইনিংসে ৫টি ছক্কায় ৭৬ রান করেন লিটন। শামীম খেলেন ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৭/৭।
১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ব্যাকফুটে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে শামীমের সরাসরি থ্রোতে রানআউট হন কুশল মেন্ডিস। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে লঙ্কানরা।
এরপর বাংলাদেশের বোলিং আক্রমণ চালিয়ে যান তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনি লঙ্কানদের প্রতিরোধ ভেঙে দেন। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ১৫.২ ওভারে ৯৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)
লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১
বিনুরা ফার্নান্দো ৩/৩১
শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)
নিশাঙ্কা ৩২, শানাকা ২০
রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১
ফল: বাংলাদেশ জয়ী ৮৩ রানে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ