লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমানের এমন সাধারণ ও সাদামাটা জীবনযাপনের দৃশ্য নেট দুনিয়ায় প্রশংসার ঝড় তুলেছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের উত্তরের একটি বাসস্টপে মোবাইল হাতে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায় তাকে। পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট এবং পায়ে সাধারণ স্নিকার্স—সব মিলিয়ে একেবারে সাধারণ এক পথচারীর ছাপ। তিনি বসে আছেন বাসস্টপের লাল বেঞ্চে, অপেক্ষা করছেন আগত বাসের।
কিছুক্ষণ পর আসা লাল ডাবল-ডেকার বাসে সাধারণ যাত্রীদের সঙ্গে করেই উঠে পড়েন তিনি। এ দৃশ্য অনেকে নিজ চোখে দেখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিএনপির মিডিয়া সেল কর্তৃক প্রকাশিত কিছু স্থিরচিত্রের মাধ্যমে।
"আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন— যা তার বিনয়, সাধারণ জীবনধারা এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রতিফলন।"।
দর্পণ/এম এ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ