বিশ্বকাপ বাছাইপর্বে গোলবন্যার এক দারুণ ম্যাচ উপহার দিল ইতালি ও ইসরাইল। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের খেলায় শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গাত্তুসোর ইতালি।
খেলার শুরুতেই নাটকীয়তা। ১৬ মিনিটে লোকাতেলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরাইল। তবে ৪০ মিনিটে ময়সে কিনের শটে সমতায় ফেরে ইতালি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে উত্তেজনার ঝড়। ৫২ মিনিটে ডর পেরেটজের গোলে আবারও এগিয়ে যায় ইসরাইল। তবে মাত্র দুই মিনিট পরই কিন জোড়া গোল করে ইতালিকে সমতায় ফেরান। ৫৮ মিনিটে পোলিতানো গোল করে ইতালিকে প্রথমবার লিড এনে দেন।
৮১ মিনিটে রাসপাদোরির গোলে ব্যবধান বাড়ায় আজ্জুরিরা। মনে হচ্ছিল জয় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে ফের নাটকীয়তা। ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমে আসে। এরপর ৮৯ মিনিটে পেরেটজ আবারও গোল করে সমতায় ফেরান ইসরাইল।
তবু শেষ হাসি হাসে ইতালি। ৯১ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন সান্দ্রো তোনালি।
এই জয়ের ফলে ইতালি তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ইসরাইল আছে তৃতীয় স্থানে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ