সৌদি প্রো-লিগে একের পর এক তারকা খেলোয়াড়দের আগমন যেন এখন এক নিয়মে পরিণত হয়েছে। এবার ইউরোপ ছাড়ছেন পর্তুগালের প্রতিভাবান ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন এই ২৫ বছর বয়সী তারকা।
ফ্রেঞ্চ ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম Foot Mercato জানিয়েছে, ফেলিক্সকে রাজি করাতে মূল ভূমিকা রেখেছেন রোনালদো নিজেই। জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফেলিক্সকে বোঝান—আল-নাসরে একসঙ্গে খেলার সুযোগ জাতীয় দলে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করবে।
সূত্র জানায়, রোনালদোর যুক্তি ছিল—নিয়মিত ৪০-৫০টি ম্যাচ একসঙ্গে খেললে জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজের নজরে পড়া সহজ হবে, যা ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এই যুক্তিতেই রাজি হয়েছেন ফেলিক্স।
এক সময় ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ হিসেবে আলোচিত হলেও অ্যাতলেটিকো মাদ্রিদে নিজেকে মেলে ধরতে পারেননি ফেলিক্স। ধারাবাহিকতা ছিল না চেলসির জার্সিতেও। সর্বশেষ এসি মিলানে সময় কাটিয়েছেন প্রায় ছায়া হয়ে। এবার নতুন করে নিজেকে ফিরে পেতে যাচ্ছেন সৌদির ক্লাব আল-নাসরে।
চুক্তির খুঁটিনাটি:
ক্লাব: আল-নাসর (সৌদি আরব)
চুক্তির মেয়াদ: ২ বছর
ট্রান্সফার ফি: £২৬ মিলিয়ন
বার্ষিক বেতন: €১০ মিলিয়ন
শিগগিরই আল-নাসরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে এবং এরপরই তিনি দলের সঙ্গে অস্ট্রিয়ায় প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন। সৌদি প্রো-লিগ এখন আর শুধুই অর্থের লিগ নয়—রোনালদো, বেনজেমা, কান্টে, মানে, মাহরেজদের মতো বিশ্বতারকারা এখন সেখানে খেলছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ফেলিক্স।
রোনালদোর ছায়ায় থেকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান এই তরুণ। আর তার চোখে একটাই লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে আবার আলো ছড়ানো।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ