জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে স্বপ্নের মতো পারফরম্যান্স উপহার দিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে ট্রফি হাতে নিয়েছে তরুণ টাইগাররা।
রোববার (১০ আগস্ট) আগে ব্যাট করে ২৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের হয়ে রিজান হোসেন খেলেন ইনিংসের সেরা ৯৫ রানের দারুণ ইনিংস। ৭৫ বলে ৬৫ রান যোগ করেন কালাম সিদ্দিকি। শেষ দিকে আব্দুল্লাহ অপরাজিত ৩৮ রানে স্কোর বড় করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভারেই ৫৯ রান তুলে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে আল ফাহাদের জোড়া আঘাতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। প্রোটিয়ারা একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রিয়াজ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৪৮ রানে গুটিয়ে যায় তারা। রিয়াজ একাই নেন ৫ উইকেট, আল ফাহাদ পান ৩টি এবং স্বাধীন ইসলাম ২টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার আদনান লাগাদিয়ান। কিন্তু বাকিদের অবদান দলকে জয়ের পথে এগিয়ে নিতে যথেষ্ট হয়নি।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে শিরোপা নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ