জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় রংপুর সাতমাথার বালাটাড়ি এলাকায় দেখা যায় সেখানে এক কৃষক নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে আপ্যায়ন করেন এনসিপি নেতাদের। নেতাকর্মীরা এই আন্তরিকতায় অভিভূত হয়ে বলেন, মানুষের এমন ভালোবাসাই তাদের পথচলার অনুপ্রেরণা যোগাবে।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গণসংযোগে অংশ নিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। ‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ শ্লোগানে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয় রংপুরের সাতমাথা থেকে।
এই যাত্রাপথেই বিরতির ফাঁকেই দেখা গেল নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারীদের রাস্তার পাশে দাঁড়িয়ে কাঠাল খেতে। এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ কাঠাল ভেঙে দিচ্ছেন, নাহিদরা খাচ্ছেন।
এ সময় ডা. তাসনিম জারা বলেন, কাঁঠালতো গরমেরই ফল। সকালে আমরা অন্য কিছু না খেয়ে এটাই নাস্তা করছি। পরোটা, ডিম-ভাজির চেয়ে এটা মাচ বেটার অলটারনেটিভ। এটা পরিমাণ মতো খাওয়া যাবে, অনেক বেশি খাওয়া যাবে না। যে ফলগুলোতে ক্যালরি বেশি থাকে যেমন কাঁঠাল, আম- এগুলো কম খাওয়াই ভালো। এ সময় উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতারা।
গণমানুষের সঙ্গে সংলাপ শেষে পদযাত্রা এগিয়ে চলে কুড়িগ্রামের উদ্দেশ্যে। এতে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
দর্পণ/এমএ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ