গুগল তাদের জনপ্রিয় Google Phone (ডায়ালার) অ্যাপে এনেছে নতুন রূপ। সর্বাধুনিক Material You ডিজাইনের মাধ্যমে সম্পূর্ণ বদলে গেছে ডায়াল প্যাড ও কল স্ক্রিনের ইন্টারফেস। দীর্ঘ পরীক্ষামূলক ব্যবহার শেষে সর্বশেষ ভার্সন ১৮৬ থেকে ১৮৮–এর মাধ্যমে ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে এই আপডেট।
শুধুমাত্র সেই স্মার্টফোনগুলোতে এ নতুন ডিজাইন কার্যকর হয়েছে, যেগুলোতে ডিফল্ট গুগল ডায়ালার ব্যবহার হয়। যেমন:
রিয়েলমি
অপো
ওয়ানপ্লাস
মোটোরোলা
রেডমি
অন্যদিকে স্যামসাং, ভিভো, আইফোনসহ বেশ কিছু ব্র্যান্ডের ফোনে কোনো পরিবর্তন দেখা যায়নি। কারণ তারা নিজস্ব ডায়ালার ব্যবহার করে থাকে। ফলে গুগলের নতুন আপডেট সেখানে কার্যকর হয়নি।
যদি নতুন ডায়াল প্যাড কারও ভালো না লাগে, তবে আগের ডিজাইনে ফিরে যাওয়া সম্ভব। এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে Phone by Google অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করতে হবে। তখন আবার পুরোনো ডায়ালপ্যাড ফিরে আসবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ