গত মৌসুমে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে হারিয়েছিল টটেনহ্যাম হটস্পার। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রাখল স্পার্সরা। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক সিটিজেনদের ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো খেলা হলেও প্রথম বড় সুযোগ আসে সিটির সামনে। ২৯ মিনিটে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে শট নেন সিটির এক ফরোয়ার্ড, তবে সেটি ঠেকিয়ে দেন টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও।
কিন্তু ৩৫ মিনিটে আক্রমণে গিয়ে গোল পায় স্পার্স। রিচার্লিসনের ক্রস থেকে দারুণ ফিনিশিং করেন ব্রেনান জনসন। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরে দেখা যায় গোলটি বৈধ।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ধাক্কা খায় সিটি। ডিফেন্সে ভুল করে বসেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। তার পাস কেড়ে নেন প্রতিপক্ষের মিডফিল্ডার, সেখান থেকে তৈরি হওয়া সুযোগে শট নেন রিচার্লিসন। সেটি ঠেকালেও রিবাউন্ড থেকে গোল করেন জোয়াও পলহিনহা। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধে আক্রমণ শানালেও সুযোগ কাজে লাগাতে পারেননি আর্লিং হ্যালান্ড ও সতীর্থরা। গোলপোস্ট খুঁজে নিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে টটেনহ্যাম। অন্যদিকে সমান একটি জয় ও একটি হারে ৩ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ