মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ডাচবাংলা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং মোল্লাহাট উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং খুলনা রিজিওনাল ম্যানেজার এন্ড হেড এম ডি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচবাংলা ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ মোকাদ্দেস হোসেন, মোবাইল ব্যাংকিং রকেট বাগেরহাটের রিজিওনাল ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান খান এবং বাগেরহাট এজেন্ট ব্যাংকিং রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার বিকাশ কুমার দাস।
এছাড়াও মোল্লাহাট উপজেলা এজেন্ট ব্যাংকিং-এর মাস্টার এজেন্ট মোঃ বোরাক মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মশালায় বক্তারা আর্থিক সাক্ষরতা, নিরাপদ লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা ও ব্যাংকিং খাতে গ্রাহক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় প্রায় দুই শতাধিক সেবাগ্রহীতা, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যাংকিং সেবার আধুনিক দিক ও আর্থিক জ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন হবে এবং প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ