এম পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি
- মোরেলগঞ্জে ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” প্রকল্পের অধীনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. শহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, শিক্ষাবিদ ড. রুহুল আমিন খান, ছবির আহম্মদ আখন্দ, মাওলানা শাহাদাৎ হোসাইন। অনুষ্ঠানে ২০২২-২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে সনদ, সম্মাননা ক্রেস্ট নগদ অর্থবৃত্তি প্রদান করা হয়। এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। পুরো দেশের মধ্যে এইচএসসি পরীক্ষায় হাফেজ উম্মে ফাতিমা সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তার পিতা মো. টিপু সুলতান উপজেলা খাউলিয়া ইউনিয়নের আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ে অধ্যাপক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।