মাহমুদ হাসান, মোংলা প্রতিনিধি:
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে জীবন বাচাতেঁ নদী সাতরে লোকালয়ে ঢুকে পড়া দুইটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করেছে সুন্দরবন বিভাগ।
শনিবার (২৭) সেপ্টেম্বর দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা জোড়া ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় এ হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে বনরক্ষীরা নিবিড় পর্যবেক্ষন ও প্রাথমিক চিকিৎসা শেষে হরিণ দুটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ জানায়, হরিন দুটি উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা জোড়া ব্রিজ এলাকার একটি চিংড়ি ঘেরের বাগানো আহত অবস্থায় কাতরাচ্ছিল। স্থানীয়রা একটি গাছের পাশে হরিণ দুটি দেখে আটক করে বনবিভাগ এবং বন্যপ্রানী সংরক্ষনটিমকে খবর দেয়।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা দিপন চন্দ্র দাস’র নির্দেশে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির ও বৈদ্যমারী টহল ফাড়িঁর বনরক্ষীরা গিয়ে হরিণ দুটি উদ্ধার করে। করমজল ফরেষ্ট অফিসেই উদ্ধারকৃত আহত হরিণদুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে দুপুর ১টার দিকে উদ্ধারকৃত হরিনদুটিকে পুনরায় করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের পাশের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানান আজাদ কবির।
অপর একটি সূত্র জানায়, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ দুটিকে ধরে এনে বাগানে রাখতে পারে বলে তাদের ধারণা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ