মাহমুদ হাসান, মোংলা প্রতিনিধি
সুন্দরবন থেকে হরিণ মেরে তা পাচাঁরের সময় এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাত ২টার দিকে জয়মনির সাইলো সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংস, পা, নৌকা ও সরঞ্জামাদী সহ তাকে আটক করা হয়।
শুক্রবার( ২২ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ২২ আগস্ট মধ্যরাত ২টার দিকে পশুর নদীতে অভিযান চালানো হয়। এসময় একটি নৌকা দ্রুত চালিয়ে যেতে দেখে থামাতে বলে। এসময় কোস্টগার্ড দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে হরিণ শিকারীরা। পরে ধাএয়া করে জয়মিন খাদ্যগুদাম সংলগ্ন এলাকা থেকে নৌকাটি আটক করা হয়।
সেখানে নৌকায় তল্লাশী চলিয়ে সাড়ে ১০ কেজি হরিণের মাংস, ৮ টি পা ও অন্যান্য মালামাল সহ কুখ্যাত হরিণ শিকারী মো: হাসান (৩৪)কে আটক করা হয়। সে চিলা ইউনিয়নের জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে।
জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস ”শরণখোলা দর্পণ” কে বলেন, হরিণের মাংসসহ আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।###
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ