কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন গণপিটুনি ও কুপিয়ে তাদের হত্যা করে।
মুরাদনগর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় তিনটি মৃত দেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা একই পরিবারের সদস্য। আমরা ঘটনা তদন্ত করছি।
দর্পণ/এমএ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ