প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৪:০৩ পি.এম
মিশরের কায়রোয় কোরআনিক সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত
পবিত্র কোরআনের আলোয় উদ্ভাসিত মিশরের রাজধানী কায়রো।
শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন ও ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় কোরআনিক সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান।"
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন লন্ডনপ্রবাসী আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসানের একমাত্র পুত্র—আন্তর্জাতিক হাফেজ জাকারিয়া হাসান। কোরআনিক সাইন্সের এই উদীয়মান শিক্ষার্থীকে দুটি প্রসিদ্ধ রেওয়ায়াত—ইমাম শু‘বা এবং ইমাম হাফস রহ. অনুসারে ইজাজাহ অর্থাৎ সনদ প্রদান করা হয়।
এছাড়া কোরআন শিক্ষায় অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় মিশরের আল আজহার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ হিফজ শিক্ষক ২০২৫—শায়খ মোঃ আব্দুল মাওলা (মিশরী) সাহেবকে। তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট এবং নগদ পুরস্কার প্রদান করে আয়োজক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য আন্তর্জাতিক বিচারক ও ফাউন্ডেশনের স্বত্বাধিকারী শায়খ শোয়াইব আল আজহারী
তাঁর পাশাপাশি আসন অলংকৃত করেন মিশরের খ্যাতিমান কারী শায়খ আব্দুল লতিফ ওহদান, ডঃ ফউকি জাওয়াদা, আন্তর্জাতিক কারী শায়খ আহমাদ হাসান, ডঃ আব্দুল কাইয়ুম আল আযহারী, শায়খ বেলাল বিন আশরাফ আল আযহারী,সহ আরও অনেক বরেণ্য ইসলামিক স্কলার।
বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ করেন আল-আজহার ইউনিভার্সিটির কিছু সম্মানিত শিক্ষক, মিসরি ও বাংলাদেশি বহু শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজের। বাংলাদেশি রেস্টুরেন্ট ‘ইন্দো বাংলা’র হলরুমে এই ডিনার পরিবেশন করা হয়।
শায়খ শোয়াইব আল আজহারী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন শিক্ষাকে কেন্দ্র করে
নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এই আয়োজন তারই ধারাবাহিক একটি উদাহরণ। সনদ, সম্মাননা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি কার্যকরভাবে সম্পন্ন হয়।”
na
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ