ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে আগুন ধরল যাত্রিবাহী ছোট জাহাজে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের কাছে। জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলাও।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, জাহাজটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। আগুন ধরে যাওয়ার পরে আতঙ্কে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেন অনেকে। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে ২৮৪ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংবাদ সংস্থা এপি সূত্রে খবর। জাহাজের কর্মীদেরও উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার নর্থ সুলায়েসি প্রদেশের তালাউদ শহর থেকে মানাডো শহরের দিকে যাচ্ছিল যাত্রিবাহী ছোট জাহাজ ‘কেএম বার্সেলোনা ৫’। ওই যাত্রাপথেই স্থানীয় সময় অনুসারে দুপুর দেড়টা নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলের কিছু ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, জাহাজের উপরের ডেকগুলি দাউদাউ করে জ্বলছে। ঘন কালো ধোঁয়া বার হচ্ছে জাহাজ থেকে। আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, সেই দৃশ্যও ধরা পড়েছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োয়
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ