ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে সোমবার (২১ জুলাই) দুপুরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ‘এফ-৭ বিজিআই’ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি ভবনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ৬ মিনিটের দিকে ঘটে যাওয়া দুর্ঘটনাটি বিকট শব্দ ও আগুনের গোলার সৃষ্টি করে, যার ফলে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাকালীন প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছিল, এবং ভবনের ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ শিক্ষার্থী উপস্থিত ছিল।
উদ্ধারকাজে দ্রুত অংশ নেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও দুই প্লাটুন বিজিবি সদস্য। হতাহতদের উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে এসব সংস্থা।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বরাতে ফেডারেশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়, “উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।”
একইসাথে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, “ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইল।”
এ ছাড়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনও এক বিবৃতিতে বলেছে, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।”
এ দুর্ঘটনায় এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, নিহত ও দগ্ধের সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ