শামীম ওসমান মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে মঙ্গলবার গভীর রাতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনুমানিক ১ টার সময় মহেশপুর উপজেলার ভৈরববাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রথম পর্যায়ে সেনা সদস্যরা ভৈরবা বাজারের মোঃ শাহ আলম (২৫) কে আটক করার জন্য গেলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে নিজ বাড়িতে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
তল্লাশিকালে তার দেহ ও আশপাশ থেকে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯ হাজার ১শত ৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ