শামীম ওসমান, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা সলেমানপুর বাওড়ে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ,সলেমানপুর মৎস্যজীবীর সমবায় সমিতি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বাওড়টি মাছ চাষ করে আসছে। সমিতির সভাপতি প্রলাদ হালদার জানিয়েছে সলেমানপুর গ্রামের কিছু উশৃংখল লোকজন প্রতিনিয়ত জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাওড়ের পাহারাদাররা নিষেধ করলে দা-হাসুয়া নিয়ে মারতে আসছে। রবিবারে মহেশপুর থানায় ১০/১২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর আসামীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ি পর্যন্ত এসে হত্যার হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রলাদ হালদার। বিষয়টি মহেশপুর থানাকে অবহিত করলেও কোন প্রতিকার মিলছে না।
সোমবার সকালে এবিষয়ে প্রলাদ হালদারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,আমি হিন্দু সস্পাদায়ের মানুষ আমাকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে মহেশপুর থানার ওসি নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ