শামীম ওসমান, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি কর্তৃক মাদক দ্রব্য ও অবৈধভাবে মানব চোরাচালানের সময় ১০ বাংলাদেশী নারী পুরুষ আটক করেছে।
বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৩-৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৯-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ মইনুদ্দিনের পান বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ৬ টা ৪০ ঘটিকায় বাঘাডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মোঃ শাহিন আলমের জমির উপর হতে হাবিলদার মোঃ ফেরদৌস আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০৬ জন বাংলাদেশী আটক করে। এদের মধ্যে ৪ জন পুরুষ আর ২ নারী রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় মহেশপুর ৮৫- বিজিবির লড়াইঘাট বিওপি'র সীমান্ত পিলার ৬০/১৩৭-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের মোঃ অলি হোসেনের আম বাগানের মধ্যে হাবিলদার মোঃ হেমায়েত হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০৪ জন পুরুষ বাংলাদেশী নাগরিক আটক করা হয়। সকল আটককৃতদের বাড়ি মাদারীপুর গোপালগঞ্জ এবং ঝিনাইদহ জেলায়। সকল আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
মহেশপুর-৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ