মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সোমবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক হয়েছে
জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক এর তত্ত্বাবধানে পরিদর্শক জনাব শেখ মোস্তাফিজুর রহমান সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি টিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, মো: মোবারোক (৪৪),গ পিতা - মৃত মুনছুর আলী সাং - বাগাডাঙ্গা ঘাটপাড়া কে, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। এবং পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে একটি মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন
বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ কারী পরিচালক গোলক চন্দ্র নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ