প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৭:১৮ পি.এম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

বিশেষ প্রতিনিধি ,পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. মুবিন (২৩ নামের এক ছাত্রদল কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসি তামিম শামীম (২৩) গুরুতর জখম হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের জমাদ্দার চত্তর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত মো. মুবিনের মৃুত্য ঘটে।
নিহত মুবিন মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামিম মৃধার আপন ভাগ্নে। সংঘর্ষে লিপ্ত উভয় কর্মী সমর্থক মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকালে শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা ছাত্রদল কর্মী মো. মুবিন ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনা নিয়ে মো রনির এক নিকটআত্মীয়কে মারধর করে। এতে ক্ষীপ্ত হয়ে এক পর্যায় রনি ও তার সহযোগীরা ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে মুবিন ও তার সহযোগী তামিম শামীম (২৩) কে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুইজনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরেইবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয় । পরে সেখানে মুবিনের অবস্থার অবনতি ঘটলে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় মুবিনের মৃত্যু ঘটে।
এ বিষয় উপজেলা বিএনপির আহবায়ক মো. শামীম মিয়া মৃধা বলেন,তার ভাগ্নেকে পরিকল্পিতি ভাবে প্রতিপক্ষরা হত্যা করেছে। সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ