লা লিগায় দুর্দান্ত ছন্দে ফিরল বার্সেলোনা। রোববার রাতে এস্তাদি জোহান ক্রুইফে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।
বার্সার হয়ে দুটি করে গোল করেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি। ক্যাম্প ন্যুর সংস্কার কাজের কারণে অস্থায়ী ভেন্যুতে খেললেও আক্রমণে ছিল আগুনঝরা ছন্দ। রায়ো ভায়েকানোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর কাতালানরা যেন ঝড় তুলল ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
২৯তম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে লোপেজ প্রথম গোল করেন। বিরতির পরপরই রাফিনিয়া ব্যবধান বাড়ান। এরপর দুর্দান্ত দূরপাল্লার শটে লোপেজ করেন নিজের দ্বিতীয় গোল। ৬৬তম মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় গোলে ম্যাচ কার্যত নিশ্চিত হয় বার্সার জন্য।
শেষ ভাগে মঞ্চ দখল করেন লেভানডভস্কি। ৭৬তম মিনিটে শক্তিশালী শটে গোল করার পর তরুণ মার্ক বার্নালের পাস থেকে লবে জোড়া গোল পূর্ণ করেন তিনি।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। উল্লেখযোগ্যভাবে, এক ম্যাচে তিন খেলোয়াড়ের জোড়া গোলের এই কীর্তি ২১শ শতকে প্রথম। এছাড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড এখন টানা ১১ ম্যাচে পৌঁছাল।
রিয়াল মাদ্রিদ টানা চার জয়ে শীর্ষে থাকলেও, ফ্লিকের দলের এই ফর্ম লা লিগার শিরোপার লড়াইয়ে সমানতালে টিকে থাকার বার্তা দিল।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ