আফগানিস্তানে রোববারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যেই আজ আবারো নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। খবর: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উত্তর-পূর্ব আফগানিস্তানে সোমবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে, রোববার ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে চেষ্টা চলছে। তবে রাস্তাঘাট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে।
প্রসঙ্গত, আফগানিস্তান ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হিন্দুকুশ পর্বতমালার অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ