দেশের নারী ফুটবলে এখন ব্যস্ত সময় চলছে। একের পর এক টুর্নামেন্টে নামছে বিভিন্ন বয়সভিত্তিক দল। এবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে যাচ্ছে বাংলাদেশ দল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আগামীকাল দেশ ছাড়বে তারা।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলের কোচ মাহবুবুর রহমান। গত বছর অনূর্ধ্ব-১৬ পর্যায়ে অনুষ্ঠিত সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে চারটি আসর শেষে ২০২৩ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক সাফ আয়োজন হয়। বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত সমান দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
এবারের আসরে চারটি দল অংশ নিচ্ছে—ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপাল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে, আর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটি ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে। এরপর ২২ আগস্ট ভারতের মুখোমুখি হবে দলটি। ২৪ ও ২৭ আগস্ট নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। ২৯ আগস্ট আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে আসর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের স্কোয়াড:
অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), সুরভী আকন্দ, সুরভী রানী, ক্রানুচিং মারমা, ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, রিয়া, ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, ঈশিতা ত্রিপুরা, মোসাম্মত আলমিনা, আমেনা খাতুন, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, মামনি চাকমা ও পূর্ণিমা মারমা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ