ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের বেতনবৃদ্ধির দাবিকে ঘিরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। কিলিয়ান এমবাপ্পের সমান পারিশ্রমিক দাবি করে ক্লাব কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন ভিনি। বিষয়টি নিয়ে এখন শোনা যাচ্ছে, রিয়াল ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। যদিও ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ‘গোল ডট কম’ জানিয়েছে, সৌদি প্রো লিগের একাধিক ক্লাব ইতোমধ্যে ভিনিসিয়ুসকে চড়া প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবকে কেন্দ্র করেই ক্লাবের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন তিনি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রিয়াল কর্তৃপক্ষও বসে নেই। সম্ভাব্য বিকল্প হিসেবে তারা ইতোমধ্যে খুঁজতে শুরু করেছে নতুন তারকা। স্প্যানিশ জায়ান্টদের নজরে এবার ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। এমবাপ্পে ও হালান্ডকে একত্রে নিয়ে ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ গড়তে চায় লস ব্লাঙ্কোস।
এদিকে রিয়াল মাদ্রিদের ডাগআউটেও এসেছে পরিবর্তন। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবের দায়িত্ব ছাড়েন কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোনসো। দায়িত্ব নিয়েই তিনি স্কোয়াড পুনর্গঠনের কাজ শুরু করেছেন। তার পরিকল্পনায় কিছু ফুটবলারকে ছাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। প্রাথমিক তালিকায় আছেন পাঁচজন, যার মধ্যে দুই ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো ও এন্দ্রিকের নাম রয়েছে।
এমবাপ্পে-হালান্ড জুটি যদি বাস্তবায়িত হয়, তাহলে নিঃসন্দেহে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও ভয়ংকর আক্রমণ জুটি। তবে এর আগে সবচেয়ে বড় প্রশ্ন—ভিনিসিয়ুস কি থাকছেন, নাকি তিনি রিয়ালকে বিদায় জানাচ্ছেন? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে রিয়াল মাদ্রিদের আগামীর রূপরেখা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ