এশিয়া কাপের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী এই ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছেন।
তিনি জানান, পাকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক নয়, ক্রীড়াক্ষেত্রেও ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত। দ্বিবেদী বলেন, “২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এখন যখন ম্যাচ আয়োজন হচ্ছে, শুধু আমি নয়, পুরো দেশই এর বিরোধিতা করছে। সরকারের উচিত পদক্ষেপ নেওয়া।”
এদিকে ভারতীয় সুপ্রিম কোর্টে ইতোমধ্যেই ম্যাচ বাতিলের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের হয়েছে। আইন বিভাগের চার শিক্ষার্থী, উর্বশী জৈনের নেতৃত্বে এই আবেদন করেন।
তাদের যুক্তি, পেহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর এত দ্রুত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট আয়োজন জাতীয় মর্যাদার পরিপন্থী। এতে সাধারণ নাগরিক ও সৈন্যদের আত্মত্যাগকে উপেক্ষা করা হচ্ছে।
পিটিশনে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে— “সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।” পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ কার্যকরেরও অনুরোধ জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ