ফুটবল মাঠে দাপট দেখানো লিওনেল মেসিকে এবার দেখা যেতে পারে ক্রিকেট মাঠেও! চলতি বছরের ডিসেম্বরেই ভারত সফরে আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সফরের অংশ হিসেবে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন মেসি। ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে অনুষ্ঠিতব্য একটি ৭-এ সাইড ক্রিকেট ম্যাচে তার প্রতিপক্ষ হতে পারেন ভারতের ক্রিকেট কিংবদন্তিরা—বিরাট কোহলি, এমএস ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মেসির উপস্থিতি চূড়ান্ত, এবং তাকে কেন্দ্র করেই আয়োজন হচ্ছে ম্যাচটি। সূচি ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ পাবে।
এতেই শেষ নয়। মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা। ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মান জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া তিনি কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং উদ্বোধন করবেন একটি ‘ফুটবল ক্লিনিক’। তার সম্মানে আয়োজন করা হবে ‘গোট কাপ’ নামের ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্টও।
উল্লেখ্য, মেসির এটি হবে দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পা রেখেছিলেন তিনি। ১৪ বছর পর ফের মেসিকে মাঠে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় ভক্তরা।
সোর্সঃ ইটিভি ভারত অনলাইন
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ