ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি ডিজেলবাহী মালগাড়ি। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারটি ওয়াগন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।
রেলওয়ে সূত্র জানায়, চেন্নাই থেকে ওয়ালাজাহবাদের দিকে যাচ্ছিল ৪৫টি ডিজেল ট্যাংকারযুক্ত পণ্যবাহী ট্রেনটি। পথে একটি ট্যাংকারে হঠাৎ করে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি ট্যাংকারে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ রূপ নেয় যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, ওয়াগনগুলো থেকে ভয়াবহ আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা গেছে। স্থানীয়রা দূর থেকে সেই দৃশ্য ধারণ করেন।
দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রেল কর্তৃপক্ষ জানিয়েছে—কোনো গাফিলতি পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ