ভারতের বেঙ্গালুরুতে রাস্তায় নাচের ভিডিও বানাতে গিয়ে পুলিশের জালে পড়লেন জার্মান টিকটক তারকা নোয়েল রবিনসন। অনুমতি না নিয়ে জনসমাগম তৈরি করায় বুধবার (৩০ জুলাই) তাকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নাচছিলেন নোয়েল। তার চারপাশে বিশাল ভিড় জমে গেলে জননিরাপত্তা বিঘ্নিত হয়। এরপর তাকে প্রায় ১৫ মিনিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণের কারণে জরিমানা করা হয়।
ঘটনার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নোয়েল। সেখানে দেখা যায়, পুলিশ গাড়িতে তোলার সময় অসাবধানতাবশত তার মাথা দরজায় ধাক্কা খায়। পরে তিনি বলেন, “আমি ভেবেছিলাম আমাকে জেলে পাঠানো হবে, কিন্তু সবকিছু ঠিক আছে। আমি নিরাপদ এবং ভারতকে ভালোবাসি।”
নিজের ভক্তদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, “মন খারাপ কোরো না বন্ধুরা। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। এটা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।”
প্রসঙ্গত, ২০০১ সালে জন্ম নেওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত নোয়েল রবিনসন জার্মানির জনপ্রিয় টিকটকার, নৃত্যশিল্পী ও কনটেন্ট নির্মাতা। হিপ-হপ ও ফ্রি স্টাইল নাচের জন্য বিশ্বজুড়ে তার রয়েছে কোটি ভক্ত।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ