ফুটবল মাঠে তাঁর জাদুকরি পারফরম্যান্সে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। শুধু নিজের দেশের নয়, প্রতিপক্ষের সমর্থকরাও তাঁর খেলার প্রেমে পড়ে যান বারবার। তবে ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে মেসি নিজে কী করেন? এবার সেটিই প্রমাণ করলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভক্তের সঙ্গে যোগাযোগ করে মেসি জানিয়েছেন, তিনি নিজ হাতে সই করা একটি জার্সি উপহার দিতে চান। আর তাই সেই ভক্তের কাছে ঠিকানা চেয়েছেন তিনি।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, মেসি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ওই ভক্তকে বার্তা পাঠিয়েছেন:
> “হাই ভাই, আমি তোমার সেই পোস্টটা দেখেছি যেখানে তুমি জাতীয় দলের জার্সি নিয়ে গিভঅ্যাওয়ে করছিলে। তুমি যা লিখেছো, সেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি চাই তোমাকে আমার সই করা একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে। তুমি তোমার বিস্তারিত তথ্য আর তোমার সেলুনের ঠিকানাটা আমাকে দাও, যাতে আমি সেটা পাঠাতে পারি।”
মেসির এমন বার্তা পেয়ে ভক্তটির প্রতিক্রিয়াও ছিল দারুণ আবেগঘন। তিনি লেখেন,
> “উফ্ফ্ফ্ লিওওও, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে লিখেছো! আমি খুবই আবেগাপ্লুত! অনেক ধন্যবাদ! অবশ্যই, আমি তোমার জার্সি চাই। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা আমার সেলুনের ঠিকানা, ওখানেই পাঠাও। আমরা তোমাকে ভালোবাসি লিও।”
ফুটবল বিশ্বে এমন ঘটনা খুব একটা দেখা যায় না, যেখানে একজন কিংবদন্তি খেলোয়াড় ভক্তের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁকে উপহার পাঠান। যদিও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি মেসি জার্সিটি পাঠিয়েছেন কি না, বা সেটি পৌঁছেছে কি না—তবে এই আন্তরিক বার্তাই ভক্তদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে দিয়েছে।
মেসির এই মানবিক রূপই যেন তাকে ফুটবলের গণ্ডি পেরিয়ে একজন সত্যিকারের নায়ক করে তুলেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ