আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তিনি অজ্ঞাত একটি ফোনকল থেকে হুমকি পেয়েছেন। ওই কলের মাধ্যমে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিষয়টি সামনে আসার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। তবে সেখানে হুমকির প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। পরে একটি বেসরকারি টিভি চ্যানেলে বুলবুল নিজেই ফোনে হুমকি পাওয়ার কথা জানান।
ঘটনাটি নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক টকশোতে বলেন—
“আমি বিষয়টি খুব বেশি ফলো করিনি। তবে যদি সত্যিই এমন হয়ে থাকে, সেটা খুবই দুঃখজনক। আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই। বুলবুল ভাই যখন কোনো অভিযোগ করবেন, সেটা স্পষ্টভাবে বলা উচিত।”
তামিম আরও বলেন, “যদি সত্যিই এমন কল এসে থাকে, নম্বর ট্রেস করা সম্ভব। নিরাপত্তার জন্য বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো উচিত। না হলে দ্বিধা তৈরি হয়। আসলেই কিছু হয়ে থাকলে জিডি করার সুযোগ আছে। আর কিছু না হলে সেটাও পরিষ্কার করা দরকার।”
আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম ইকবালের নাম আলোচনায় এসেছে। এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন পরিচালকের পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ