প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১২:৪৩ পি.এম
বিএনপির ক্যালিফোর্নিয়া শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক হলেন মোরেলগঞ্জের ফারুক হাওলাদার

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস প্রবাসী, মোরেলগঞ্জের কৃতি সন্তান ফারুক হাওলাদার। তিনি দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ায় বিএনপির সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
ক্যালিফোর্নিয়া বিএনপির নতুন কমিটি অনুমোদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্যালিফোরনিয়া বিএনপির কমিটি বাংলাদেশের একটা জেলা কমিটির সমান। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েচেন এম ওয়াহিদ রহমান। ফারুক হাওলাদার রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি অনেক সামাজিক কাজ করেন। তার পিতা-মাতার নামে একটা ফাউন্ডেশন করেছেন। ওই ফাউন্ডেশনের নাম ফাতেমা-হোসাইন ফাউন্ডেশন। মোরেলগঞ্জের ৭নং হোগলাপাশা ইউনিয়নে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদানসহ অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকেন। #
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ