এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ রোববার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তহুরা-শামসুন্নাহাররা।
প্রথম মিনিট থেকেই ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। আক্রমণ, বলের দখল, গতিময় পাসিং—সবখানেই প্রতিপক্ষকে ছাড়িয়ে গিয়েছে তারা। নবম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর একে একে গোল আসে ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসুক, তহুরা খাতুন ও মুনকি আক্তারের পা থেকে। বাহরাইনের একটি আত্মঘাতী গোলও যুক্ত হয় স্কোরবোর্ডে।
প্রথমার্ধেই বাংলাদেশ গোল দেয় চারটি। বিরতির পর গতি কমেনি—মাঠের দখল ধরে রেখেই আরও তিন গোল করে ম্যাচ শেষ করে ৭-০ ব্যবধানে।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। একটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসুক এবং মুনকি আক্তার।
এই জয় অনেকদিক থেকেই গুরুত্বপূর্ণ। কারণ, এশিয়ান বাছাইয়ে এটিই বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০১৪ ও ২০২২ সালের বাছাই পর্বে অংশ নিলেও কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি লাল-সবুজের মেয়েরা। বরং সেসব ম্যাচে বড় ব্যবধানে হারের ইতিহাস ছিল তাদের। এবার সেই অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তহুরারা।
দলের এমন জয়ে ভীষণ খুশি কোচ পিটার বাটলারও। শুরুটা যেমন হয়েছে, এখন নজর থাকবে পরের ম্যাচে।
na
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ