এস এম তাজ উদ্দিন বাগেরহাট থেকে ;
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে তৎপর রয়েছে নৌবাহিনী। বাগেরহাটে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় কাজ করছেন নৌবাহিনীর সদস্যরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন মোংলার দিগরাজ বাজারের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তায় আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। দুর্গাপূজার সকল অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হতে পারে তার জন্য আমাদের সদস্যরা তৎপর রয়েছে। সম্প্রীতির মাধ্যমে আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তা-নাবিক, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ ভক্ত-দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
সমুদ্রসীমার নিরাপত্তা দেওয়ার পাশাপাশি উপকূলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে নৌবাহিনী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ