প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:২৬ পি.এম
বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

এস এম তাজউদ্দিন, বাগেরহাট থেকে
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ভার্চুয়ালি এই কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার মো. রিয়াদুজজামান, বাগেরহাট গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, সহকারি তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন। এই টিকা পাওয়ার জন্য নয় মাস থেকে পনের বছর বয়সের শিশুদের অনলাইনে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে পার্শ্ববর্তী নির্দিষ্ট টিকা দান কেন্দ্র নির্দিষ্ট দিনে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ