।।শেখ মোহাম্মদ আলী।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে একটি আসন কমিয়ে দেওয়ার খবরে জেলাবাসীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন বুধবার বাগেরহাটের ৪টি আসনের একটি আসন কমিয়ে দেওয়ার প্রস্তাবের কথা ঘোষণা করেছে।
বুধবার ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করেছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি।
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের খবর প্রকাশের পরে বাগেরহাট জেলার রাজনৈতিকমহল এবং সাধারণ মানুষের মাঝে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানুষজন নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বাগেরহাটে একটি আসন কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করার একটি অপকৌশল বলে কাজী শিপন মন্তব্য করেন। নির্বাচন কমিশনের আসন কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবীতে বাগেরহাটে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলে কাজী শিপন জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্নআহবায়ক ও বিএনপি থেকে বাগেরহাট-৪ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী ডঃ কাজী মনির বলেন, নির্বাচন কমিশনের ঘোষণায় হতবাক হয়েছি। এমনিতেই বাগেরহাট-৪ আসনে ২০টি ইউনিয়ন। দূর্গম এলাকা। উন্নয়ন বরাদ্দ কম। মোংলা উপজেলাকে বাগেরহাট-৪ আসনে যুক্ত করা হলে এতে জটিলতা বাড়বে ছাড়া কমবেনা। নির্বাচন কমিশনের আসন কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবীতে ঢাকায় মানববন্ধন করা হবে বলে কাজী মনির বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আঃ আলীম বলেন, বাগেরহাটে আসন কমানো ও বাগেরহাট-৪ এ মোংলা উপজেলাকে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রস্তাব গ্রহণ যোগ্য নয়। এ প্রস্তাব বাতিলের জন্য জনমত গড়ে তোলা হবে বলে অধ্যক্ষ আলীম জানান।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ