বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা তৃতীয় দফার হরতাল সোমবার (১৫ সেপ্টেম্বর) পালিত হয়েছে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এসময় জেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।
পূর্বঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে ওই দুই দিন জেলার সব উপজেলা ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের কেনাকাটা ও উৎসবে বিঘ্ন না ঘটানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়
সোমবার হরতালের কারণে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। তবে দুপুরের পর থেকে জেলার অভ্যন্তরে আংশিকভাবে যানবাহন চলাচল শুরু হয়।
সোমবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এসময় জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে এম এ সালাম বলেন, “আমরা জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ধর্মীয় উৎসব সামনে রেখে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে চাই না। তবে চার আসন বহালের দাবিতে আমাদের আন্দোলন চলবে এবং আগামী দুই দিন অর্ধদিবস নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রোববার অবস্থান কর্মসূচি, সোমবার সকাল-সন্ধ্যা হরতাল এবং মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছিল।
উল্লেখ্য, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর থেকেই বাগেরহাটের সর্বস্তরের মানুষ আন্দোলনে নামে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ