বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের সংসদীয় চার আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে সোমবার পূর্ণ দিবস ,মঙ্গল ও বুধবার অর্ধ দিবস হরতাল পালনের ডাক দিয়েছে রাজনৈতিক সর্বদলীয় সম্মিলিত কমিটি । রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচী ঘোষণা করেন রাজনৈতিক সর্বদলীয় সম্মিলিত কমিটির কো–কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ।
ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে। মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে অর্ধ দিবস হরতাল। এসব দিনে দোকানপাট ও স্থানীয় বাজার খোলা থাকবে। তবে মহাসড়কে যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল বন্ধ থাকবে।
কমিটির কো–কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, জনগণের ভোগান্তি বিবেচনায় স্থানীয় সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানকে হরতালের বাইরে রাখা হয়েছে। তবে মহাসড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় পর্যন্ত আন্দোলন চলবে।গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রস্তাব দেয় বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করা হবে। পরে ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটেও বাগেরহাট–১, ২ ও ৩ আসন বহাল থাকে। এতে মোরেলগঞ্জ–শরণখোলা নিয়ে গঠিত বাগেরহাট–৪ আসন বাদ পড়ে যায়।
নির্বাচন কমিশনের এ হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাট জেলাবাসী আন্দোলনে নেমেছেন। বাগেরহাট চার আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত জনতার আন্দোলন চলবে এবং আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ